মনের জানালা খুলে দিবে
পড়তে সাহায্য করবে
লিখতে সাহায্য করবে
শব্দের মানে জানাবে
বিশুদ্ধ উচ্চারণ যে কোন ভাষাভাষীর জন্যই গুরুত্বপূর্ণ । আমরা অনেকেই প্রমিত উচ্চারণ শিখা এবং প্রমিত ভাষায় কথা বলাকে গুরুত্বই দেই না। বরং ভাষার ব্যাকরণ এবং শব্দ ভান্ডারকে ঋদ্ধ করাকেই গুরুত্ব দিয়ে থাকি। আসলে আমাদের ব্যাকরণের জ্ঞান এবং শব্দ ভান্ডার যাই হোকনা কেন, শুদ্ধ উচ্চারণ জানা এবং প্রমিত ভাষায় কথা বলাকে সর্বাধিক গুরুত্ব দেয়া উচিৎ। আঞ্চলিকতামুক্ত এবং বিশুদ্ধ উচ্চারণই আপনার ভাষাকে সহজবোধ্য , সাবলীল এবং শ্রুতিমধুর করতে পারে। ভুল উচ্চারণ আপনাকে শ্রোতাদের কাছে নেতিবাচক ও ভুলভাবে উপস্থাপন করবে এবং আপনার কথা বলার উদ্দেশ্যকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে। অর্থাৎ আপনার কথা শোনা মানে সময়ের অপচয় ছাড়া কিছুই ভাববে না।
বাস্তব জীবনে আপনি যখন কারো সাথে কথা বলেন, তখন আপনার ভাষা তথা প্রমিত ভাষার ব্যবহার তাদের কাছে লক্ষণীয় হয়ে থাকে। প্রতিদিনের স্বাভাবিক ভাব বিনিময়ে আপনাকে খুব বেশী জটিল শব্দাবলী ব্যবহার করতে হয় না। কাজেই আপনার সীমিত সহজ শব্দভাণ্ডার কোন গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয় না, যদি আপনি আপনার সীমিত সাবলীল শব্দ দিয়ে নিজেকে ব্যক্ত করতে পারেন। বস্তুত শ্রোতা আপনার ভাষাগত / উচ্চারণগত মান দু’একটি বাক্য শুনলেই বুঝতে পারবে। যদি আপনি দুর্বল এবং আঞ্চলিক উচ্চারণে কথা বলেন, তাহলে শ্রোতার মনে আপনার ভাষার মান, ব্যক্তিত্ব এবং সামাজিক অবস্থান নিয়ে প্রশ্নজাগতেই পারে, এক্ষেত্রে আপনার ব্যাকরণ এবং শব্দভাণ্ডার যত সমৃদ্ধই হোক না কেন।
আপনি যদি ব্যাকরণে পণ্ডিত হোন এবং বাংলা শব্দকোষের অধিকাংশ শব্দই আপনার মুখস্থ বা স্মৃতিতে থাকে তা হলে সবই অর্থহীন হবে যদি আপনার উচ্চারণ মানসম্মত না হয়। এবং শ্রোতাকে আপনি যা বোঝাতে চাচ্ছেন তা বুঝতে অক্ষম হবে। অনেক সময় অশুদ্ধ উচ্চারণ মারাত্মক ভুল বোঝাবুঝির তৈরি করতে পারে।
আপনার অশুদ্ধ উচ্চারণ এবং আঞ্চলিকতায়পূর্ণ ভাষা ব্যবহার শ্রোতা / শ্রোতাদের আপনাকে বুঝতে অসমর্থ করে দিবে। শ্রোতাদের জন্য এটি বিরক্তিকর এবং বিব্রতকর বিষয় হয়ে যায় যদি বার বার আপনাকে অনুরোধ করতে হয় যে “দয়া করে আরেকবার বলবেন কি?” । তারপরও তারা বুঝে উঠতে পারে না যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। ফলশ্রুতিতে আপনার সাথে যোগাযোগ বা ভাব বিনিময় ব্যর্থতায় পর্যবসিত হবে এবং ভবিষ্যতে আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে তারা আপনার কথা শুনতে এবং সঙ্গ পেতে আগ্রহী হবে যদি আপনার ভাষা হয় সঠিক বা প্রমিত উচ্চারণে, যা কিনা সহজবোধ্য, সাবলীল এবং শ্রুতিমধুর ভাষার পূর্বশর্ত ।
শুভেচ্ছা বার্তা
Chowdhury Mofizur Rahman
Vice Chancelor
It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking.
Nurul Huda
DIrector MSCSE
It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout.